২৪ অক্টোবর ২০২৫

দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে রেলগেট বন্ধ করে দিল গেটম্যানরা

বাংলাধারা প্রতিবেদন »

দীর্ঘ ১৭ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে রেলগেট বন্ধ করে দিয়েছে দায়িত্বরত গেটম্যানরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন শাপলা আবাসিকের সোনা মিয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রেলওয়ে গেটম্যানদের সুপারভাইজার নুরুজ্জমান জানান, দীর্ঘ ১৭ মাস বেতন-ভাতা পাচ্ছে না গেটম্যানরা। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। আমরা বেশ কয়েকবার রেলওয়েতে চিঠি দিলেও কোনো সুহারা মেলেনি। তাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এই গেট বন্ধ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-প্রকৌশলী গোলাম সরওয়ার বলেন, গেটটি মূলত শাপলা আবাসিক এলাকার শিল্প কারখানাগুলো সুবিধার্থে দেওয়া হয়েছিল। সেজন্য সেখানে কর্মরত শ্রমিকদের বেতন তারাই দেয়। কিন্তু গত দেড়বছর ধরে তারা বেতন-ভাতা দিচ্ছে না। আমরাও বেশ কয়েকবার তাদেরকে বেতন দেওয়ার ব্যাপারে বলেছি। কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন