১০ নভেম্বর ২০২৫

বান্দরবানে বাড়ি ফেরার পথে মাদ্রাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বাড়ি ফেরার পথে দিদার আলম (২৮) নামে এক মাদ্রাসা দপ্তরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবাল (৮ নভেম্বর) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমতলী মাঠে তার মরদেহ পদে থাকতে দেখে স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন সদর ইউপির চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

নিহত দিদার আলম স্থানীয় ব্যবসায়ী ইসলাম আহমেদের ছেলে। তিনি মহিউ সুন্নাহ দাখিল মাদ্রাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন