৯ নভেম্বর ২০২৫

ইত্যাদির আকবর ‘লাইফ সাপোর্টে’

বিনোদন ডেস্ক »

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবরের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রয়েছেন।

আজ বুধবার (৯ নভেম্বর) সকালে আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়।

দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে আকবরের ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ তিনেক আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর থেকে আকবরের কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।

এর আগেও কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় চিকিৎসা নিয়েছেন তিনি।

হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে উঠেন আকবর। এর আগে যশোরে রিকশা চালাতেন তিনি। সেখানে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন আকবর।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ