৯ নভেম্বর ২০২৫

শিকলবাহায় ডোবাতে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেয়ান বিবি বাড়ি এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহতের বয়স আনুমানিক ৪০-৪৪ বছর। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহত ব্যাক্তির এক হাত নেই, পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন দেয়ান বিবির বাড়ি এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশের গলায় কালো দাগ রয়েছে, এছাড়া শরীরে আর কোনো দাগ বা ক্ষতর চিহ্ন নেই বলে জানান পুলিশ। দু-একদিন আগে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন