৯ নভেম্বর ২০২৫

আসাদগঞ্জ থেকে উদ্ধার ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন

বাংলাধারা প্রতিবেদন »

নগরের কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৬ হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ওসমানিয়া গলির শুটকি লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মককর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।

অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। আজকের অভিযানে ছয় হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন