৯ নভেম্বর ২০২৫

ফের পর্দায় পার্থ বড়ুয়া— এবার আঞ্চলিক রূপে

সুমন বৈদ্য »

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। গানের ফাঁকে তাঁকে হঠাৎ নাটক, ওয়েব ফিল্মে দেখা যায়। ছোট পর্দায় নাটক ও ওয়েব ফিল্মের পাশাপাশি সিনেমায় অভিষেক হয়েছিল ২০১৬ সালে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আবারও তিনি বড় পর্দায় ফিরছেন। তবে এইবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে এই সঙ্গীত শিল্পী অভিনেতাকে।

ইমরাউল রাফাত পরিচালিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ওপর নির্মিত হাস্য-রসাত্মক চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় দেখা যাবে তাকে। সাথে আছেন তার সহশিল্পী অর্পণা ঘোষ। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে তারা আবার একসাথে হতে চলেছেন।

সম্প্রতি পার্থ বড়ুয়া আর নিশিতা বড়ুয়ার কণ্ঠে গাওয়া চট্টগ্রাম ভাষার ওপর আঞ্চলিক গান দর্শকমহলে খুব আলোড়ন সৃষ্টি করেছে। পুরোনো গানকে নতুন করে সাজিয়ে সবার সামনে অন্যরকমভাবে হচ্ছে এইবার ‘মেইড ইন চিটাগং’।

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ এই তিন বছরের দুই ঈদে মেইড ইন চিটাগাং নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া ও লাক্স তারকা খ্যাত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ এ নাটকে অভিনয় করে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন। তিন বছরে এ নাটকের ছয় পর্ব প্রচারের পরই শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরাই চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন। যত দিনে ছবির কাজ হচ্ছে, তত দিনে পেরিয়ে গেছে সাত বছর।

আট বছরের মাথায় এসে পরিচালক ইমরাউল রাফাত নিয়ে আসছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ওপর নির্মিত এই সিনেমাটি।

পরিচালক ইমরাউল রাফাতের মতে , ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমাটি সবার পছন্দ হবে বলেই আশা করছি।’

তিনি আরও জানান, এই চলচ্চিত্রে যাঁরা অভিনয় করেছেন, সবাই চট্টগ্রামের; একমাত্র সাজু খাদেম ছাড়া। কারণ চলচ্চিত্রে নোয়াখালীর একটা চরিত্র ছিল। তাই সাজু ভাইকে কাস্ট করা। বরাবরের মতো এবারও তিনি আমাদের বিশ্বাসের শতভাগ প্রতিদান দিয়েছেন।’

এছাড়াও এতে রয়েছে পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ। সিনেমাটি আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামে মুক্তি পাবে। চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি, অনলাইন ওয়েব প্লাটফর্ম বিঞ্জেও দেখা যাবে আঞ্চলিক ভাষার ওপর নির্মিত এই কমেডি ধাঁচের সিনেমাটি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ