বাংলাধারা প্রতিবেদক »
নগরে ডেঙ্গু আক্তান্ত হয়ে ফাহিমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৫ জনের। যাদের মধ্যে ১০ জনই শিশু। এদিন আরও ৯৪ জন আক্রান্ত হয়েছে এ রোগে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের তথ্যানুযায়ী, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪ জন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, চমেক হসপাতালে দুই বছর বয়সী এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ নভেম্বর শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল।