আন্তর্জাতিক ডেস্ক »
তুরস্কের অন্যতম জনপ্রিয় শহর ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮১ জন। ঘটনাস্থলে বোমা রেখে যাওয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। এটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
স্থানীয় সময় রোববার বিকলে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করা শহরের জনপ্রিয় ইস্তিকলাল এভিনিউতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এরদোয়ান বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে যে বিস্ফোরণে একজন মহিলার ভূমিকা ছিল। সমস্ত অপরাধীদের চিহ্নিত করা হবে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সন্ত্রাসবাদের মাধ্যমে তুরস্ক এবং তুর্কি জাতির নিয়ন্ত্রণ দখল করার প্রচেষ্টা সফল হবে না।’
যে ব্যক্তি ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি রেখেছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার ভোরে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের মূল্যায়ন হলো- মারাত্মক সন্ত্রাসী হামলার আদেশ উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে এসেছে। সেখানে পিকেকে/ওয়াইপিজি এর সিরিয়ার সদর দফতর রয়েছে।’
তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, তুরস্ক সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় এবং ন্যায়সঙ্গত যুদ্ধ চালিয়ে যাবে। যারা এই জঘন্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব।
সোয়লু নিশ্চিত করেছেন যে হামলায় আটজন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন।













