রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। প্রদর্শনীর পর পর এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. দিদারুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটির উপজেলাগুলোতে ফায়ার স্টেশন নেই। যার কারণে উপজেলাগুলোতে অগ্নিকাণ্ডের কারণে প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা জেলা যে সমস্ত উপজেলায় এখনো ফায়ার স্টেশন নেই সেসব উপজেলায় অতিদ্রুত ফায়ার স্টেশন স্থাপন করে কোট কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে উপজেলাবাসীকে রক্ষা করার জোর দাবি জানান।













