৭ নভেম্বর ২০২৫

অস্ত্র-গুলিসহ যুবক ধরা বাঁশখালীতে

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ বোরহান নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে দেশীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭। এর আগে সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম পালেগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বোরহান বাঁশখালী থানার পালেগ্রাম গ্রামের জাফর আহমদের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পশ্চিম পালেগ্রাম থেকে বোরহান নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। মাদক বহনের নিরাপত্তার জন্যে তিনি অস্ত্র ব্যবহার করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার রাতেই তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ