হাটহাজারী প্রতিনিধি »
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো চট্টগ্রামের হাটহাজারীতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় ফায়ার সার্ভিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো শেষে এক আলোচনা সভায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সভাপতিত্বে, টিম লিডার মো. সাদেক হাসানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম, উপজেলা সহঃকমিশন (ভূমি) আবু রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাবেক উপ-পরিচালক মো. সোলাইমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আল মামুন সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুস্নি চাকমা, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সাকিলা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, চেয়ারম্যান সমিতির সভাপতি সরওয়ার মোর্শেদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর সহায়ক সদস্য আলী আজম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ।
আলোচনা পূর্বে মহড়া ও সাধারণ জনগণের মাঝে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।













