৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে ৮৪০ ইয়াবাসহ নারী আটক

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসযোগে যাত্রীবেশে পাচারকালে ৮৪০ পিস ইয়াবাসহ সেলিনা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজার থেকে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশ।

সেলিনা চট্টগ্রাম শহরের খুলশী থানার ঝাউতলা পানির ট্যাংকি এলাকার ছায়েদ আলীর মেয়ে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোহাম্মদ আল আমিন ও এএসআই সিরাজুল ইসলামসহ একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সেন্টমার্ন্টিন পরিবহনের একটি বাস থেকে সেলিনাকে আটক করে। এ সময় নারী পুলিশ দিয়ে তার দেহে তল্লাশী করে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরেও বলেন, ইয়াবাগুলো চট্টগ্রাম শহর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন ওই মাদককারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ