বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে বাংলাদেশি যুবকের বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ নভেম্বর) ভোরে সীমান্তের জামছড়ি ৮নং ওয়ার্ডের ৪৬ ও ৪৭ সীমান্ত পিলারের মাঝখানে এই ঘটনাটি হয়।
আহত যুবক রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় জানান, মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে ৪৬ ও ৪৭ পিলারে মাঝখান থেকে গরু আনতে গেলে মাটির ভেতরে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের বলেন, ঘটনাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করছি।
উল্লেখ্য, গেল ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের অংঞোথোয়াই মারমা মাইন বিস্ফোরণের পা বিচ্ছিন্ন হয়ে যায়।













