বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ট্রাক্টর উল্টে আলি মিয়া (২৫) নামে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর মালিক রুহুল আমিন (২৪) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার ( ১৭) নভেম্বর বিকালে নাইক্ষ্যংছড়ি দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলি মিয়া প্রকাশ মিয়া আলী (২৫) লালমনির হাটে আজিতামারি গ্রামে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালেই নাইক্ষ্যংছড়ি-দৌছড়ি সড়ক হয়ে মালিক ও চালক বিভিন্ন কৃষকের কৃষি জমিতে চাষ দিতে যায়। কাজ শেষে বাড়ি ফেরার লেবুছড়ির প্রথম উঠনিতে নামক এলাকায় পৌছঁলে উল্টো দিকে থেকে যাত্রীবাহী একটি জীপগাড়ি আসতে দেখে মুহুর্তে গাড়ির ব্রেক ধরলে ট্রাক্টরটি উল্টে যায়।
এসময় ঘটনাস্থলে মারা যান ট্রাক্টর চালক আলী মিয়া। একই দুর্ঘটনায় আহত হয় গাড়িটির মালিক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত চালককে উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠানো হয় এবং গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













