৯ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে ইয়াবাসহ মামলার আসামি গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথক দুই মামলার আসামি মো. সেলিম ওরফে হক সেলিমকে (৪৪) গ্রেফতার করেছেন বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। সেলিম উপজেলার দাশের দীঘি আহলা শেখ চৌধুরী পাড়ার আজিজুল হকের ছেলে।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাঁশির দোকান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক ঘোরাঘুরি করা সেলিমকে আটক করে তল্লাশি করলে তার পকেটে পলিথিন মোড়ানো গোলাপি রঙের ৩৫ পিস ইয়াবা ট্যাবেল পাওয়া যায় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো. ফারুক আহমদ।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সেলিমের বিরুদ্ধে বোয়ালখালী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ