৭ নভেম্বর ২০২৫

বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি »

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

রবিবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ শিক্ষার্থীও র‍্যালীতে অংশ নেন।

আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৭০টি স্টলে পরিদর্শন করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. শেখ মোহাম্মদ ছাদেক, পরিবার ও পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালুসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ