আলমগীর মানিক, রাঙামাটি »
নকল সিল, চেক ও বিজিবি’র নাম ব্যবহার করে গৃহহীনদের জন্য প্রদত্ত সরকারি ঘরের নির্মাণ কাজ পাইয়ে দেয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করায় রাঙামাটির বাঘাইছড়ি থেকে ইয়াছিন (২৮) নামের এক প্রতারককে আটক করেছে বিজিবি।
আটককৃত ইয়াছিন পেশায় একজন দোকানদার। বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনী এলাকায় মোবারক ফল বিতান নামে একটি দোকান পরিচালনা করতো। ইয়াছিন বাঘাইছড়ি পৌরসভার এক নং ওয়ার্ডের মধ্যম পাড়ার বাসিন্দা।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় ২৭ বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াছিনকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ সাহাদাৎ হোসেন জানিয়েছেন, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াছিন বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অন্তত ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের ঘর প্রদানের তালিকা সংগ্রহ করে ইয়াছিন সেসব গৃহহীনদের কাছে গিয়ে ঘর বরাদ্ধ পাইয়ে দিতে অফিস খরছ বাবদ ১০ হাজার টাকা করে দাবি করে।
এছাড়াও সাইদুর রহমান নামের এক রাজমিস্ত্রির কাছে ঘর নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে বিজিবি’র নাম ভাঙিয়ে দেড় লাখ টাকা আত্মসাৎ করে। এসময় বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ইয়াছিন বিজিবি’র হাবিলদারের নামে সিল বানিয়ে পত্র তৈরি, ব্যাংক চেকে নকল সীল মেরে স্ট্যাম্পের মাধ্যমে কাগজ তৈরি করে সাইদুরকে দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন পরেও কাজ না দেয়ায় মিস্ত্রি সাইদুর প্রতারণাার বিষয়টি বুঝতে পেরে ২৭ বিজিবির নিকট অভিযোগ জানায়। এছাড়াও অন্যজনের মালিকানাধীন সেগুন বাগান নিজের বলে বিক্রয়ের কথা বলেও এক জনপ্রতিনিধির কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল অংকের টাকা।
জানা গেছে, একজনের পালিত কয়েকশো হাঁস পুকুরে বিচরণের সময় নিজের বলে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠে।
এদিকে ইয়াছিনকে আটকের পর থেকেই পাহাড়ে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত আঞ্চলিক দল জেএসএস’র প্রভাবশালী একজন নেতা তাকে ছাড়িয়ে নেয়াসহ আটকের খবরটি যাতে না ছড়ায় সে লক্ষ্যে ব্যাপক তদবির চালানোর অভিযোগ উঠেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইয়াছিন জেএসএস এর সক্রিয় সোর্স।













