বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের পাঁচটি ট্যুরিস্ট স্পট পরিদর্শন করেছেন ভারতের আগরতলা ও ত্রিপুরা রাজ্যের ৩৮ জন পর্যটক। তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) ভারতীয় পর্যটক দল চট্টগ্রামের পতেংগা সী বিচ, চট্টগ্রাম বন্দর এলাকা, ইসকন মন্দির, কৈবল্যধাম ও রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।
বিকেলে পতেংগা সী বিচে আগত ভারতীয় পর্যটক দলকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদ ও এডিশনাল এসপি হাসান ইকবাল।
বাংলাদেশের পর্যটন কেন্দ্র পরিদর্শন করে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ভারতীয় পর্যটক প্রতিনিধি দলের সদস্যরা।













