হাটহাজারী প্রতিনিধি »
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতার জন্য সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। আর শিক্ষার সাথে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং প্রয়োজনীয় একাডেমিক ভবন নির্মাণ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার পুনরায় বেসরকারি, কমিউনিটি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় সমূহকে সরকারি করণ করেছেন। প্রত্যেক উপজেলায় একটি বিদ্যালয় ও একটি কলেজ সরকারি করণের আওতায় এনেছেন। শিক্ষাবর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। কারণ, দক্ষ ও প্রশিক্ষিত গোষ্ঠীকে দেশের উন্নয়নের অংশীদার করতে সরকার নিবেদিতভাবে কাজ করছে।
শুক্রবার (২৫ নভেম্বর) হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর মহারাজের ৫১তম জন্মোৎসব, শ্রী শ্রী চন্ডীপাঠ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহতী ধর্মসভা গুরুপূজা, বস্র বিতরন, সাধু ভান্ডারের ফ্রি চিকিৎসা সেবা, সাধু সম্মেলন, মহতী ধর্মসভা ও বাসুদেব স্কুল এন্ড কলেজে ভিত্তি প্রস্হর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি রাজনৈতিক ব্যক্তিত্ব মইউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলার জহর লাল হাজারী, হাটহাজারী থানার ওসি রুহুল আমিন সবুজ ও শ্যামল কান্তি দে প্রমূখ ।













