৭ নভেম্বর ২০২৫

আয়াত হত্যা: ৭ দিনের রিমান্ডে আসামি আবির আলী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের ইপিজেডে ৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত আবির আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আবির আলী (১৯) নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। তাদের বাড়ি রংপুর জেলায়।

এর আগে গত ২৪ নভেম্বর আয়াত খুনের ঘটনায় তার সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত আবীর আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ