৯ নভেম্বর ২০২৫

বায়েজিদে পাহাড় কেটে মামলা খেল দুইজন

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামের বায়েজিদ থানার ইসলামপুর, মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বায়েজিদ থানায় মামলাটি করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন।

মামলায় দুই আসামি হলেন- মো. ইউচুপ আলী (৫৮), মো. শাহজাহান বাদশা (৪০)।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস  বলেন, পাহাড় কাটার অভিযোগ পেয়ে গত ১০ নভেম্বর সরেজমিন পরিদর্শন করে আমাদের একটি দল। এতে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পরে দুই দফা শুনানি শেষে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়। কার্যালয়ের একজন সহকারী পরিচালক মামলাটি দায়ের করেছেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ