বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে উড়ছে লাল, হলুদ, সাদা, নীলসহ বিভিন্ন রঙের ৩০টি বেলুন। আকাশচুম্বী এসব বেলুনে আবার রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনকে ঘিরে যখন অন্যান্য নেতাকর্মীরা ব্যস্ত ব্যানার-পোস্টার টাঙাতে তখন কাউন্সিলর আবদুস সবুর লিটনের এমন উদ্যোগ শোভা বাড়িয়েছে জনসভার মাঠের।
প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আব্দুস সবুর লিটন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামের মানুষ খুব আনন্দিত। পোস্টার-ব্যানার বাদ দিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতেই পলোগাউন্ড মাঠে বড় আকারের ৩০টি বেলুন উড়বে।’
তিনি বলেন, ‘এসব বেলুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও রয়েছে। যা জনসভায় আগত নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে বলে আমার প্রত্যাশা। আগামীকাল ওয়ার্ডের সকল শ্রেণী পেশার জনসাধারণ নিয়ে সমাবেশের স্থলে উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, রবিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই নগরের পলোগ্রাউন্ডে আয়োজিত জনসভায় যোগ দিবেন তিনি। তাই মাঠে নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে বিশালাকার মঞ্চ। যেখানে প্রায় ২শ’অতিথি একসঙ্গে বসতে পারবেন। জনসভার মঞ্চে বসেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আরও চারটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বাংলাধারা/আরএইচআর













