৯ নভেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীর আগমনে যুবলীগের ২’শ মশাল প্রজ্জ্বলন

বাংলাধারা প্রতিবেদক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন এবং পলোগ্রাউন্ড মাঠের জনসভায় যোগদান উপলক্ষে মশাল প্রজ্জ্বল ও বনোভোজন অনুষ্ঠানের আয়োজন করেছে যুবলীগ নেতৃবৃন্দরা।

শুক্রবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মশাল প্রজ্জ্বল ও বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার জোরারগঞ্জ মাঠে প্রায় ২০০ মশাল প্রজ্জ্বল করে স্থানীয় যুবলীগ। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকসুদ আহাম্মদ চৌধুরী।এছাড়া প্রধান বক্তা ও মশাল প্রজ্জ্বল অনুষ্ঠানের উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার।

অনুষ্ঠানে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের,সাবেক সদস্য ফিরোজ উদ্দিন বাদল, মিরসরাই এসোসিয়েশন সভাপতি কালু কুমার দে, আওয়ামী লীগ আবুল কাশেম, প্রসার কান্তি বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, মিঠুন শর্মা, যুবলীগ নেতা নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, জাহিদুল ইসলাম সুজন,সুমন কর, সুকুমার বণিক, সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার আহমেদ আরিফ, সদস্য রবিউল হোসেন রায়হান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাহেব বিন অনিক, সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য ইব্রাহীম রুমি, উত্তরজেলা ছাত্রলীগ নেতা রুবেল, ইমন, জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন