৪ নভেম্বর ২০২৫

মিছিলে-স্লোগানে মুখরিত চট্টগ্রাম নগরী

বাংলাধারা প্রতিবেদন »

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১ বছর পর আজ রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।

ভোর হতেই চট্টগ্রাম নগর এবং উত্তর-দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিট থেকে পলোগ্রাউন্ডের জনসভাস্থলে যাচ্ছেন নেতা–কর্মীরা। মিছিলে-স্লোগানে মুখরিত নগরীর প্রতিটি রাজপথ। হাতে পোস্টার ও ব্যানার।

চট্টগ্রামের সংসদ সদস্যরাও তাদের নির্বাচনী এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশ প্রাঙ্গণে এসেছেন। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা নির্ধারিত রঙের টুপি ও গেঞ্জি পরে সমাবেশে হাজির হয়েছেন। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন। সকাল ১০টা থেকে জনসভার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ১২টায় স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। বেলা তিনটার দিকে সভাস্থলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই জনসভা ঘিরে এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচারণা চলছে। নগরের অলিগলি রাজপথ ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও তোরণে।

জনসভার মাঠ ও আশপাশের এলাকায় ৩০০ মাইক বসানো হয়েছে। জনসভাস্থলের দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত মাইকের শব্দ পাওয়া যাবে। মাঠে থাকবে ৩০ পেয়ার সাউন্ড সিস্টেম। নগরের দেওয়ানহাট, সিআরবি, এম এ আজিজ স্টেডিয়াম, কদমতলী, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় এই মাইকগুলো লাগানো হয়।

এ ছাড়া টাইগারপাস, দেওয়ানহাট, সিআরবি, স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে পাঁচটি বড় পর্দা লাগানো হবে বলে জানা গেছে। মাঠের বাইরে অবস্থানরত লোকজন ওখানে দাঁড়িয়ে জনসভার কার্যক্রম দেখবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ