হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী বনবিভাগের অভিযানে পাহাড়ে অবৈধভাবে মাটির কাটার দায়ে ডাস্পার ট্রাকসহ মোত্তার হোসেন নামে ১ ব্যাক্তিকে আটক করা হয়।
রোববার রাতে হাটহাজারী রেঞ্জ সত্তা বিটের আওতায়ধীন রায়পুর ভগবান টেক এলাকা থেকে উত্তর বন সংরক্ষক মোস্তাফা আল হোসাইন নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতা এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মোত্তার হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার আঁধার মানিক গ্রামের মৃত আবুল বশরের পুত্র।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাটিসহ ট্রাকটি নাজিরহাট ডিপোর হেফাজতে রাখা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













