৬ নভেম্বর ২০২৫

ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে পিকআপ ভ্যানে আগুন, প্রাইভেটকার ভাঙচুর

বাংলাধারা প্রতিবেদন »

ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, গণ গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে একটি পিকআপ ভ্যানে আগুন এবং দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগর ছাত্রদলের বিরুদ্ধে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে নগরের ওয়াসার মোড় এবং আলমাস সিনেমা হলের মাঝমাঝি জায়গায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। এ সময় দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা নাকচ করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, একটি গাড়িতে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা দুইটি প্রাইভেটকার মালিক থানায় এসেছেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ