৬ নভেম্বর ২০২৫

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল আকবরশাহে

বাংলাধারা প্রতিবেদক »

নগরের আকবরশাহ থানা এলাকায় পেছন থেকে দেয়া পিকআপ ভ্যানের ধাক্কায় এলভেন ডায়েস (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের উত্তর কাট্টলী মুন্সী বাড়ির সামনে ঘটনাটি ঘটে।  

নিহত এলভেন পাহাড়তলীর পাঠানপাড়া এলাকার খ্রিষ্টান বাড়ির ল্যাথলী ডায়েসের ছেলে। তিনি সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের এমইউ ফ্যাশন লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে এলভেন রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় পিকআপের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার এসআই সুজন কুমার আচার্য বলেন, এলভেন ডায়েস ঘটনাস্থলেই মারা যান। তিনি এম. ইউ ফ্যাশন লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার ছিলেন। মরদেহ উদ্ধার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক পিকআপসহ চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ