৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম আসছেন ক্রিকেটাররা, স্টেডিয়ামের আশপাশের জঞ্জাল সরাতে মাঠে চসিক

বাংলাধারা প্রতিবেদক »

সামনেই একটি ওয়ানডে টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রাম আসছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। তাই রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে নগরের সাগরিকা রোডের অবৈধ কাঁচাবাজার ও শিল্প এলাকাসহ সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, বাংলাদেশ ও ভারত জাতীয় ক্রিকেট দলের খেলা উপলক্ষে রাস্তার উভয় পার্শ্বের দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।

এসময় রাস্তায় দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ