৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় এক রাতেই আ.লীগের কার্যালয়সহ ৩ স্থানে আগুন দিল দুর্বৃত্তরা

গতকাল দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকায় লোহাগাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গোলাম দস্তগীরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন ও অন্যান্য আসবাব ভাঙচুর করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কাউসার উদ্দিন  বলেন, ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একই রাত তিনটার দিকে বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের চেষ্টা করে কিছু লোক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এসব ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনবে পুলিশ।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ