৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম পৌঁছল পদ্মা সেতুর ১৫ রেল বগি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম ত্যাগ করেছে পদ্মা সেতুর জন্য চীন থেকে আনা ১৫টি রেল ওয়াগন। শনিবার ও রোববার বন্দর থেকে এসব বগি খালাস করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয় ৭টি। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) খালাস হয় ৮টি ওয়াগন। জাহাজ থেকে এসব ওয়াগন জেটিতে রেল ট্র্যাকে নামানো হয়। এরপর ইঞ্জিন লাগিয়ে বন্দর থেকে খালাস করা হয়।

সেতুর ওপর দিয়ে প্রথমদিন থেকেই নতুন কোচ দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা আছে রেল কর্তৃপক্ষের। এজন্য চীন থেকে ১০০টি নতুন কোচ কেনা হয়েছে। ২০২৩ সালের জুন থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালুর পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে কোচগুলো আসতে শুরু করেছে।

রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন আজাদ জানিয়েছেন, খালাস করা কোচগুলো বিশেষ ওয়াগনে করে নিয়ে যাওয়া হয় নগরীর হালিশহরে সিজিপিওয়াই ইয়ার্ডে। সেখানে যন্ত্রাংশ সংযোজনের পর সেগুলো নেওয়া হবে ঢাকার টঙ্গী এবং নীলফামারীর সৈয়দপুরে রেলের ওয়ার্কশপে। আগামী মাসে ট্রায়াল রানের সম্ভাবনা আছে।

বন্দরের সচিব ওমর ফারুক জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো কার্যক্রমটি সম্পন্ন করে সংশ্লিষ্টরা। এর আগে গত ৭ ডিসেম্বর পদ্মা সেতুর ১৫টি ওয়াগন ও অন্যান্য পণ্য নিয়ে বন্দরের ১২ নম্বর জেনারেল কার্গো বার্থে ভেড়ে টয়ো ওয়ার্ল্ড নামের জাহাজ। বাকি মালামাল খালাস শেষে নামানো হয় ওয়াগনগুলো।

আরও পড়ুন