৬ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের দায়ে মো. লোকমানে নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ ডিসেম্বর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

ইউএনও মো. শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় মো. লোকমান  নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ