বাংলাধারা প্রতিবেদক »
এ বি এম সাইফুদ্দিন খালেদ ব্যাংক থেকে টাকা তুলে সিটি বাসে করে যাচ্ছিলেন তার গন্তব্যে। কাজীর দেউড়ি এলাকায় পৌঁছাতেই তার গায়ে বমি করে পাশের সিটে বসে থাকা এক যাত্রী। এরপরই আশেপাশে থাকা আরও ৩ জন ‘নাটক’ করে সেই বমি পরিষ্কারের। কিছু বুঝে ওঠার আগেই তার পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে চম্পট দেয় ওই ৪ জন। টাকা খুইয়ে উপায়ন্তর না পেয়ে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।
বুধবার (১৪ ডিসেম্বর) কাজীর দেউড়ি এলাকা থেকে বমি পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ৪ জন হলেন, মোহাম্মদ রনি মিয়া (৩০), মো: রানা প্রকাশ জিসান (৩২), মোহাম্মদ সুমন (২২) ও নাঈম আলম (২২)।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তিরা কোতয়ালী থানার কাজীর দেউরী মোড়স্থ সার্কিট হাউজের দেয়াল সংলগ্ন রাস্তার ওপর থাকা ৩নং সিটি বাসের ভেতর এ বি এম সাইফুদ্দিন খালেদের মুখে বমি করেন। পরে কৌশলে তারা সাইফুদ্দিন খালেদের প্যান্টের পকেট থেকে ১ এক লাখ টাকা চুরি করে। এ ঘটনায় থানায় মামলা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করে। পরে ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/আরএইচআর













