১০ নভেম্বর ২০২৫

ফাইনালের আগে মেসিকে ছেলের আবেগঘন বার্তা, লিখেছেন গানও

বাংলাধারা ডেস্ক »

কাতার বিশ্বকাপের ফাইনাল হচ্ছে আজ রাত ৯টায়। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনাও ততো বাড়ছে।

ফাইনালের আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবেগঘন বার্তা পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার মেসির বড় ছেলে থিয়াগো মেসিও বাবার জন্য একটি আবেগঘন বার্তা লিখেছেন।

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এরপর টানা সব ম্যাচ জিতে ফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তেরা। আর ফাইনালে ওঠার পরই দলের অধিনায়ক মেসি জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। এরপরই সকলের মেসির প্রতি আবেগ আরও বেড়ে যায়।

সেই আবেগ ছড়িয়েছে মেসির বাড়িতেও। ফাইনালের আগে মেসির বড় ছেলে থিয়াগো মেসি তার বাবার জন্য একটি গান লিখেছেন। থিয়াগো মেসির আবেগঘন বার্তাটি ছিল এমন, ‘ছেলেরা, এখন আমরা আবার উত্তেজিত।’

এটি সাধারণত আর্জেন্টাইন সমর্থকরা প্রতি ম্যাচেই তাদের দলের জন্য গেয়ে থাকেন। দলকে উত্তেজিত করার জন্য এটি গেয়ে থাকেন তারা। এবার বাবার জন্য সেই বার্তাই দিল মেসির ছেলে থিয়াগো।

এদিকে কাতার বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট জয়ে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। ফাইনালে যদি মেসি একটি গোল পান, আর এমবাপ্পে গোল করতে ব্যর্থ হন তবে গোল্ডেন বুটের পুরস্কারটাও পেতে পারেন মেসি। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল।

আরও পড়ুন