বাংলাধারা প্রতিবেদক »
ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশি মদ এবং ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
সোমবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ফতেহপুরের একটি ফিলিং স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৪ জন হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. ইমাম হোসেন (৩৬), মৃত লালু মিয়ার ছেলে আল-আমিন (২৮), মো. আলী হোসেনের ছেলে মো. বশির আহম্মেদ (৩৫) এবং ডিমাতলী পূর্বপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে ইস্রাফিল হোসেন ওরফে টারজান (২৬)।
র্যাব জানায়, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফতেহপুরস্থ একটি ফিলিং স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকদ্রব্যসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪ আসামিকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ৩টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশি মদ এবং ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আসামিদেরকে প্রেফতার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে একে অপরের যোগসাজশে অধিক লাভের আশায় ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসা্মি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর













