৩০ অক্টোবর ২০২৫

দিন-দুপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের বাড়িতে ককটেল হামলা

বাংলাধারা প্রতিবেদক »

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নং খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে নিয়াজ মোর্শেদ এলিট বাংলাধারাকে বলেন, দুপুরে পরিবারের সাথে বাড়ির ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ কে বা কারা বাড়ির বাইরে থেকে পরপর ৪/৫টি ককটেল নিক্ষেপ করে। আমি বাইরে বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি গ্রামে আসার পর সকাল থেকে বাড়ির আশপাশে চিহ্নিত কিছু যুবক ঘোরাফেরা করতে দেখা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন