ক্রীড়া ডেস্ক »
এমন বিশ্বকাপ ফাইনাল কে দেখেছে কবে! মুখোমুখি ইউরোপীয় আভিজাত্য বনাম লাতিন ছন্দ। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি বনাম নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল তারা এমবাপ্পে। ১২০ মিনিট ধরে আর্জেন্টিনা-ফ্রান্সের মহাকাব্যিক দ্বৈরথ দুলেছে পেন্ডুলামের মতো। শেষ পর্যন্ত টাইব্রেকারে হয়েছে শ্রেষ্ঠত্বের ফয়সালা।
গত রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচ চলাকালে পুরো বিশ্বের চোখ ছিল মেসি-এমবাপ্পেদের উপর। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে, ২৫ বছরের সার্চ রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে বিশ্বকাপ ফাইনাল।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই টুইটারে এই রেকর্ডের কথা জানিয়ে লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল চলাকালে গুগল সার্চে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ট্র্যাফিক দেখা গেছে। পুরো দুনিয়া যেন একটা বিষয়েরই খোঁজ নিচ্ছিল।’
এর আগে এক টুইটে ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্তা পিচাই ফাইনালে অংশ নেয়া দুই দলেরও প্রশংসা করেছেন, ‘দারুণ খেলেছো, আর্জেন্টিনা এবং ফ্রান্স। সুন্দর ফুটবল। এটা (বিশ্বকাপ) সর্বকালের সেরা খেলোয়াড় মেসির চেয়ে বেশি কারো প্রাপ্য নয়। কী অসাধারণ সমাপ্তি।’
গতকালের ফাইনাল ছিল বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ। ক্যারিয়ারজুড়ে যে সাধের বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার বাসনা নিয়ে খেলেছেন, বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে সে স্বপ্নপূরণ হয়েছে মেসির।













