আন্তর্জাতিক ডেস্ক »
থাইল্যান্ড উপসাগরে শতাধিক নাবিক নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। সোমবার হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনো ৩১ জন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।
নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানায়, ঘটনার ১২ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। সোমবারও অভিযান অব্যাহত ছিল। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায়, ৭৫ জন ক্রুকে তারা উদ্ধার করেছে।
দেশটির নৌবাহিনী জানিয়েছে, থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের সময় ১০০ জনের বেশি ক্রু নিয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছে। কেন এ ঘটনা ঘটেছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
তবে ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহাজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। ফলে জাহাজটি ডুবে যায়।
মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, রোববার সন্ধ্যায় সাগরে টহল দেয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে।













