৬ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি-রামগড় রোডে হেঁয়াকো গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলি আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁয়াকো থেকে সিএনজিটি ফটিকছড়ির দিকে যাচ্ছিল অপরদিক থেকে আসা ট্রাকটি শান্তিরহাট থেকে হেঁয়াকোর দিকে আসছিল। এসময় হেঁয়াকো গর্জন বাগান এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মো. পারভেজ নামের এক যুবক।

আহতদের দ্রুত ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারা হলেন— দাঁত মারার কৃষ্ণের ছেলে মিলন, নারায়ণহাট ইউপির চাঁদপুরের বাসিন্দা মো. সোহেল, একজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ