৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশের উদ্দেশে যা বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বাংলাধারা ডেস্ক »

এ বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। তাদের এ জয়ে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকার ও জনগণ। এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্টে করেন তিনি।

টুইটারে আলবার্তো ফার্নান্দেজ লেখেন, শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে ধন্যবাদ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা যে বন্ধুত্ব এবং পারস্পরিক সম্প্রীতি দেখেছি, তা বর্ণনাতীত। আজ (মঙ্গলবার) উভয় দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনা) উড়ছে। আসুন এই সম্পর্ক আরও গভীর করি।

টুইটার পোস্টে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিও সংযুক্ত করেন তিনি।

কাতার বিশ্বকাপের মঞ্চে শিরোপা জেতার একদিন পর মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বদেশে ফেরেন আলবিসেলেস্তেররা। রাষ্ট্রীয় বিমানে করে কাতার থেকে আর্জেন্টাইন ফুটবলারদের নিয়ে যাওয়া হয়। ওই দিন তাদের স্বাগত জানাতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে আসে লাখো মানুষের ঢল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ