বাংলাধারা ডেস্ক »
কাতার বিশ্বকাপের মতো এমন সুন্দর বিশ্বকাপ এর আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। খবর গোল ডট কম’র।
বেকহাম বলেন, বিশ্বকাপ শুরুর প্রথম দিন থেকেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা। খেলার মাঠ থেকে শুরু করে বাইরে পর্যন্ত পুরোটাই পারিবারিক পরিবেশের মতো মনে হয়েছে। প্রথম দিন থেকেই কাতারের পরিবেশ অনেক সুন্দর। খেলা শেষে সবকিছু ভুলে গেলেও কাতারের এমন আতিথেয়তা সবাই মনে রাখবে।
তিনি আরও বলেন, আমি তিনটা বিশ্বকাপ খেলেছি এবং অনেক বিশ্বকাপে অতিথি হিসেবে গিয়েছি কিন্তু কাতারের মতো এমন পরিবেশ কখনো কোথাও দেখিনি। বিশ্বকাপে সবার এমন মিলনমেলা সত্যিই অসাধারণ।













