৯ নভেম্বর ২০২৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটতলী দরবেশ হাট রোড এলাকায় ভাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযানে জে বি এল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথকে (৩০) ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে (৫০) ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওই দুই ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ