৬ নভেম্বর ২০২৫

রাশিয়ার কাছে কখনও আত্মসমর্পণ করব না: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক »

ইউক্রেইন ‘টিকে আছে, লড়াই করছে’ এবং কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে বুধবার কংগ্রেসের আইনপ্রণেতাদের উদ্দেশে এক ভাষণে তিনি একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে ইউক্রেইনের জন্য নতুন ২শ’ কোটি ডলারের সাহায্য প্যাকেজ এবং আরও ৪৫০০ কোটি ডলারের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসকে বলেছেন, ইউক্রেইনকে সহায়তা হচ্ছে গণতন্ত্রে ‘বিনিয়োগ, দান নয়’।

কংগ্রেসের যৌথ অধিবেশনের আগে আবেগঘন ভাষায় জেলেনস্কি তার বক্তব্য রাখেন। তার বক্তব্যের মাঝে কংগ্রেসের প্রায় সব সদস্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। কেবল কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা হাততালি দেননি।

ইংরেজি ভাষায় জেলেনস্কি বলেন, তার দেশ এখনও সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আগামী বছর সংঘাতে মোড় পরিবর্তন ঘটবে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

যুদ্ধের নির্মমতার বর্ণনায় জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সঙ্গে মার্কিন সেনাদের লড়াইয়ের প্রসঙ্গ সামনে নিয়ে আসেন।

তিনি বলেন, “রাশিয়ার কৌশল আদিম যুগের। তারা যাকিছুই দেখে সব পুড়িয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। তারা অপরাধীদের যুদ্ধ পাঠায়, যুদ্ধের সম্মুখসারিতে রাখে। তারা সবকিছুই আমাদের বিরুদ্ধে ইস্তেমাল করে, অন্যান্য স্বৈরাচারীদের মতো।”

“১৯৪৪ সালের বড়দিনের সময় আমেরিকার সেনারা যেমন তাদের জায়গা ধরে রেখে হিটলারের বাহিনীর বিরুদ্ধে লড়েছিল, ঠিক তেমনি সাহসী ইউক্রেইনীয় সেনারাও এই বড়দিনে পুতিনের বাহিনীর সঙ্গে সেই একইরকম লড়াই করছে।”

“ইউক্রেইন তার জায়গা ধরে রেখেছে এবং কখনওই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না”, বলেন জেলেনস্কি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ