৬ নভেম্বর ২০২৫

চমেক হাসপাতালে দালাল ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক মোরশেদ আলম রাঙ্গুনিয়ার উত্তরপাড়া কাঁঠালি শিকদার বাড়ির মোহাম্মদ মনজুর আলমের ছেলে।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, শুক্রবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম নামে এক দালালকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ আছে, হাসপাতালের আয়াদের সঙ্গে সখ্যতা রয়েছে দালাল চক্রের। আয়ারা ওয়ার্ডে কাজ করার সময় রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। যা পরবর্তীতে দালালরা জানতে পারে। পরে দালাল চক্র বিভিন্ন প্রলোভনে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। এভাবে প্রতিনিয়ত তাদের হাতে জিম্মি হচ্ছে চট্টগ্রামের শত শত রোগী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ