৬ নভেম্বর ২০২৫

অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো— মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯) এবং মো. আনিছ (২৬)।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় একটি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়।

অভিযোগ পেয়ে গত ২১ ডিসেম্বর থেকে আজ শুক্রবার পর্যন্ত নগরের ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালায় পুলিশ। অভিযানে আঞ্চলিক সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চোর চক্রের মূলহোতা সুমনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার (২৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ