মিরসরাই প্রতিনিধি »
ছাত্রজীবনের বাঁধভাঙা বন্ধুত্বকে আরো একবার ঝালিয়ে নিতে একত্রিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা।
গত শনিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাইয়ের মহামায়া লেকে ৯২ ব্যাচের এ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে লেকভ্রমন, মধ্যাহ্নভোজ ও ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বপরিবারে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ (বিএসসি) ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন (বিএড)।
৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থী মফিজ উদ্দিন, এনায়েত উল্লাহ আজাদ, মেজবাউল আলম ফারুক, নজরুল ইসলাম, শরীফুল আবেদীন, জাহেদা আক্তার, সাগরিকা দেবনাথসহ আরো অনেকের সহযোগিতায় এই পূর্ণমিলিনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা সূচক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন , ‘৩০ বছর পরেও আমার ছাত্র-ছাত্রীরা আমাকে সম্মান করছে এটাই আমার বড় পাওয়া।’
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ জীবনের শেষ সময় পর্যন্ত ছাত্র-ছাত্রীদের প্রার্থনা কামনা করেছেন।
এধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান আয়োজরা।













