৮ নভেম্বর ২০২৫

ছাত্রলীগকে তৃণমূলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান ইঞ্জিনিয়ার মোশাররফের

বাংলাধারা প্রতিবেদক »

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ বাড়িতে এসেই ছাত্রলীগ নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে শক্তিশালি এবং নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা নিয়ে অতীতের ন্যায় আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে। সেজন্য সবার মন জয় করে ভোট চাইতে হবে, আদবের সাথে কথা বলতে হবে, মুরুব্বিদের সম্মান দিতে হবে।’

টানা চর্তুথবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের প্রবেশমুখে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে মিরসরাই উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকা থেকে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে এই বর্ষীয়ান আওয়ামী নেতাকে স্বাগত জানিয়েছে মিরসরাই উপজেলা ছাত্রলীগ।

বাংলাদেশ আওয়ামী ২২তম সম্মেলনে টানা চতুর্থ বারের মতো দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইয়ের নিজ বাড়িতে ফিরেন চট্টগ্রাম এক আসনের সংসদ সদস্য।

নিজ বাড়িতে ফিরে মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাবেক উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিঠুন শর্মা এবং উপজেলা, ইউনিয়ন, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ