বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান রুমায় মদ্যপান অবস্থায় ইটের আঘাতে উসানু মারমা (৩২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত উসানু মারমা রুমার এলিম ছান্দালা পাড়া এলাকার ক্যাচিং মারমার ছেলে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ার সংলগ্ন এই ঘটনা ঘটে।
পাড়াবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, বুধবার বিকালে নিয়াক্ষ্যং পাড়ার সংলগ্নে গরু ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) হৃদপিণ্ড বন্ধ হয়ে মারা যায়। লাশটি পাহাড়া দিতে পাড়াবাসীর সাথে সারা রাত ছিল হত্যাকারী অংসাইংচিং মারমা।
অন্যদিকে লাশটি বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর সেখানে মদ্পান অবস্থায় দু’জনের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে ধস্তাধস্তি সময় অংসাইংচিং মারমা পাশে থাকা ইট দিয়ে ক্যচিং মারমার ছেলে উসানু মারমার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মৃত্যু উসানু মারমার লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পলাতক আসামি অংসাইচিং মারমাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













