বান্দরবান প্রতিনিধি »
নতুন বছরকে ঘিরে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে খামাদং পাড়া এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় গ্রাউস (ওয়ার্ল্ড ভিশন) সহযোগিতায় ছয়টি ইউনিয়নের খেলাধূলা উপকরণ ও শিক্ষা সামগ্রীসহ তিন হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে গ্রাউসের মনিটরিং অফিসার জনাব সানকিপ বম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাইমং মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট ফিসিলিটেটর সাঅংসিং মারমা, ঐশ্ব কুমার তংঞ্চগ্যা, উমেচিং মারমা, মংক্যপ্রু মারমা, পুয়ইনু মারমা ও গ্রাম উন্নয়ন কমিটি(VDC) সভাপতি সহ শিশুদের অভিভাবক উপস্থিত ছিলেন।













