হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের একটি দোকান ও মোটরসাইকেলসহ ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ও ছড়ারকুল দানু সওদাগরের বাড়ি ও পশ্চিম ছড়ার কুল এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে সিটি কর্পোরেশন আওতাধীন পশ্চিম চড়ারকুল একটি মোটরসাইকেল, দোকান ও উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব চড়াকুল দানু সওদাগরের বাড়ি, ভয়াবহ অগ্নিদুর্ঘটনা পাঁচটি পরিবারের ১৯ কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর এবং একটি মাটির ঘর ২ দুই কক্ষ বিশিষ্ট আগুনে পুড়ে বস্মিভূত হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে স্টেশন ২ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে মিনিট রজব আলী সারেং বাড়ী, ধলই ৪ (চার) নং ওয়ার্ড হাটহাজারী ৩০ ফুট উচ্চতা প্রস্ত ২০ ফুট পরিমাপের একটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাখানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কোন হতাহতের ঘটনা ঘটেনি।













