আন্তর্জাতিক ডেস্ক »
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে চট্টগ্রামের অধিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহতের ঘটনায় বোস্টন ও ক্যামব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। ক্যামব্রিজ নগর ভবনের সামনে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রবাসীরা শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফকে গুলি করে হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তারা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষকে আহ্বান জানান।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে ক্যামব্রিজপোর্টের একজন বাসিন্দা ৯১১ নম্বরে ফোন করেন।
এ সময় তিনি পুলিশকে জানান, অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে একজন ব্যক্তি লাফ দিয়ে বের হয়েছেন। তার হাতে একটি ছুরি রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখানে সিডনি স্ট্রিটের একটি ভবনের পেছন থেকে তারা সাঈদ ফয়সাল নামের ওই ব্যক্তিকে শনাক্ত করতে সমর্থ হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে ফয়সাল তখন অস্ত্রটি নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। পরে চেস্টনাট স্ট্রিটে ফয়সাল ছুরি নিয়ে অফিসারদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করেন কর্মকর্তারা।
মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেন, ’পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে একজন কর্মকর্তা গুলিবর্ষণ করেন। গুলিবর্ষণের পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’
ঘটনাটি মুহূর্তের মধ্যে বোস্টনসহ পার্শ্ববর্তী একালায় ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসীরা। এ হত্যাকাণ্ডে জড়িত দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ক্যামব্রিজ নগর ভবনের সামনে শত শত প্রবাসী জড়ো হন। এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা।
ক্যামব্রিজ সিটি মেয়র সুম্বুল সিদ্দিকি ও কাউন্সিলম্যান বুরহান আজিম বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে বসে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের (নিবাফ) কর্মকর্তারা। ক্যামব্রিজ সিটি মেয়র ও কাউন্সিলম্যানের উদ্যোগে খুব শিগগির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও পুলিশ কমিশনারের সঙ্গে তারা আলোচনা করবেন বলে জানায় নিবাফ।
নিহত আরিফের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে। ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন তিনি। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করছেন।













